Site icon দৈনিক আজকের মেঘনা

লরিয়াস জয়ী প্রথম ফুটবলার মেসি

প্রথমবারের মত কোনো ফুটবলার হিসেবে সম্মানজনক লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন। এছাড়াও পুরস্কার পেয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার।

দীর্ঘদিন ধরেই ক্রীড়াক্ষেত্রের কৃতীদের সম্মানিত করে আসছে লরিয়াস স্পোর্ট ফর গুড ফাউন্ডেশন। গেলো দুই দশকের মধ্যে এবারই প্রথম ফুটবল ও ক্রিকেট খেলা কোনো অ্যাথলিট জিতেছেন পুরস্কার।

২০১৯ সালে দলগত ভাবে শুধু লিগ শিরোপার দেখা পেলেও মৌসুম জুড়ে মেসি ছিলেন দুর্দান্ত। আর ইংল্যান্ডের রেসার লুইস হ্যামিল্টন জিতেছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ফরমুলা ওয়ান শিরোপা। এই দু’জনই বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছে।

প্রথমবারের মত দুই জন ক্রীড়াবিদ পেলেন এই সম্মাননা। গেলো বছর স্টুটগার্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণজয়ী জিমন্যাস্ট সিমোন বাইলস তৃতীয়বারের মত হয়েছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদ। আর দর্শকদের ভোটে গেলো এক দশকের সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়েছে শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ জয়ের পর উদযাপনের মুহূর্তটি।

FacebookTwitterEmailShare
Exit mobile version