Site icon দৈনিক আজকের মেঘনা

জাতির পিতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন সাকিব

আজ ১৭ মার্চ, মঙ্গলবার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে বাংলার এই মহামানবকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে সাকিব লিখেছেন, ‘আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’

বর্তমানে সাকিব সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ। আইপিএলে ম্যাচ গড়াপেটার তথ্য গোপন করার দায়ে আইসিসি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে, যার এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

ফলে আপাতত সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। তবে এই সময়টায় ক্রিকেট থেকে দূরে থাকলেও সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার।

FacebookTwitterEmailShare
Exit mobile version