সরকারি খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১০টাকা কেজি দরে চাউল ও ১৮টাকা কেজি দরে আটা ওএমএস দোকানের ডিলারের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ এপ্রিল রোববার সকাল ১০টায় দিনাজপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের বালুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড মোড় (চাউলিয়াপট্টি টেম্পু স্ট্যান্ড) সংলগ্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন শহর আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল মুক্তিবাবু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহিবুল প্রমুখ। সপ্তাহের ৩ দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চাল এবং সপ্তাহের ৬ দিন শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আটা বিক্রয় করা হবে। খেটে খাওয়া ছিন্নমূল অসহায় ও দরিদ্র মানুষরা ১০টাকা কেজি দরে চাউল ও ১৮টাকা কেজি দরে আটা জন প্রতি চাউল ৫ কেজি ও আটা ৩ কেজি ক্রয় করছেন।