খাগড়াছড়িতে অভিযান চালিয়ে তিন বিঘা গাঁজাক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হিলছড়ি এলাকায় তৈকাতাং ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাসিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন বিঘা গাঁজাক্ষেত ধ্বংস করে। এর আগে শনিবারে উপজেলার কাপপাড়ায় অভিযান চালিয়ে আরো এক বিঘা জমির গাঁজা ধ্বংস করা হয়।