করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকারবাজার এলাকার কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ ৪শ ১৯টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) খন্দকারবাজার ওয়েল ফেয়ার ফাউণ্ডেশন ইউ.কে’র উদ্যোগে ফাউণ্ডেশনের সদস্যদের সহযোগিতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি খাজুর, ২ কেজি ছানা এবং ২ কেজি ডাল।
স্থানীয় খাগদিওর ইসলামিয়া মাদরাসা এবং খন্দকারবাজার এলাকার আর্ত-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে খন্দকারবাজার ওয়েল ফেয়ার ফাউণ্ডেশন ইউ.কে গঠন করা হয়।
এদিকে করোনাভাইরাসজনিত কারণে বর্তমান দুর্যোগময় সময়ে খন্দকারবাজার এলাকার কর্মহীন, অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদানের জন্য খন্দকারবাজার ওয়েল ফেয়ার ফাউণ্ডেশন ইউ.কে’র সকল কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।