প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২০, ১:০৮ পি.এম
কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন।
তিতাস হোমনার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও তিতাস উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসাইন সরকার ধন্যবাদ জানান মহসীন ভূইয়া চেয়ারম্যানকে। দিনমজুর অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন কড়িকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড তেতুয়া রামপুর,৩ নং ওয়ার্ড কলাকান্দি গ্রামে।
তিনি বলেন আজ সারা পৃথিবীজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারনে অর্থনিতিক ভাবে বির্পযস্ত এই মহামারির কারনে আমাদের বাংলাদেশ ও আক্রান্ত, তাই দিনমুজুর, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য আমার খুদ্র প্রচেষ্টা। আমার ইউনিয়নে একটি মানুষ ও না খেয়ে মরবেনা, বঙ্গবন্ধুর সু-যগ্য কন্য দেশ রত্ন মানবতার মা শেখ হাসিনার বাংলাদেশে মানুষ না খেয়ে মরবেনা। তিতাস হোমনার সংসদ সদস্য জনাম সেলিমা আহমাদ মেরি ও তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসাইন সরকার এর নির্দেশে আমার ইউনিয়েন খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে ইনশাআল্লাহ। পাঁচ কেজি চাউল,আলু দুই কেজি,আটা দুই কেজি,ডাল এক কেজি,তেল এক কেজি,লবন এক কেজি, পেয়াঁজ এক কেজি ও সেনিটাইজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো.রেজাউল ইসলাম মোল্লা,উপজেলা শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদের সভাপতি ফরহাদ খন্দকার সহ ইউনিয়ন পরিষদের মেম্বার ছাঈদুর রহমান, রাসেল মেম্বার, লিয়াকত মেম্বার,সহ সাবেক সেনা সদস্য সিদ্দিকুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com