ক্লাসিক লুকে ইয়ামাহার নতুন বাইক!

অর্থনীতি
ইয়ামাহার আর এক্স ১০০ এর কথা নিশ্চয়ই মনে আছে। ক্লাসিক লুকের ঐ বাইকটি ভোলেননি ক্লাসিক বাইকপ্রেমিরা। 
এখন আর ওই মডেলটি তৈরি হয় না। তবে কিছু বাইকপ্রেমী এখনও এই মডেল নিজেদের কাছে সযত্নে রেখে দিয়েছেন। ক্লাসিক বাইক সেগমেন্টে এই বাইক এখনও জনপ্রিয়তা কুড়িয়ে চলেছে।
সেই পুরনো ক্লাসিক লুকে এলো ইয়ামাহা এক্সএআর ১৫৫। এটি ইয়ামাহা আরএক্স ১০০ এর আধুনিক ভার্সন বলতে পারেন। সম্প্রতি থাইল্যান্ডে নতুন মডেলের এই বাইক অবমুক্ত করা হয়।
আরএক্স সিরিজের উত্তরসূরী হিসাবে ইয়ামাহা এক্সএসআর ১৫৫ বাজারে আসছে বলে দাবি করছেন অনেকেই। এই মডেলের নাম হওয়া উচিত ছিল ইয়ামাহা আরএক্স ১৫০ এমন দাবি অনেকের।
যদিও এই বাইকের স্টাইলিং ও লুকস ছাড়া বাকি অনেক কিছুই ইয়ামাহা আর ১৫ ভার্সন থ্রির সঙ্গে মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.