প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সাধারণ ছুটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাহারোল দশমাইলে বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার কাহারোল দশমাইলে বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে চাল, লবণ, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। তিনি বলেন, দেশে খাদ্য সংকট নাই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।