গাজীপুর :: ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুক্রবার জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোনাবাড়ি ফ্লাইওভারে নামফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের আগে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ পদবি বাদ দিয়ে প্রথমে ফলক লাগানো হয়।
উদ্বোধনের কিছু সময় আগে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্টরা এটি পরিবর্তন করেন। তবে প্রথম নামফলকের ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন।
স্থানীয় সূত্রমতে, জাতীয় এ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। গোমতী-মেঘনা এ দুই সেতুর টোলপ্লাজা অতিক্রম করতে গিয়ে যানজটের মুখোমুখি হতে হয় যাত্রীদের। নিত্যদিনের যানজটের কারণে মহাসড়কটি মহাভোগান্তিতে রূপ নিয়েছে। এদিকে উদ্বোধনের পর এই সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।