“আমরাই নিখিল” স্লোগানকে অন্তরে ধারণ করে গোপালগঞ্জের
কোটালীপাড়ায় রামশীল ইউনিয়নে পুলিশের বিরুদ্ধে মানবন্ধন
করেছে এলাকার সাধারন জনগন।
১২জুন সকাল ১০ ঘটিকায় রামশীল বাজারে দুই ঘন্টা ব্যাপী এ
মানব বন্ধনে নারী পুরুষ ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারন জনগন
অংশগ্রহন করেন। এ সময় শত শত নারী পুরুষের ঢল মেনে আসে।
করোনার মৃত্যুর ভয়কে ভুলিয়ে দিয়েছে নিখিলের মৃত্যু। নিখিলের
স্বজন ও গ্রামবাসীরা ফুসেঁ উঠেছে বিক্ষোভ আর প্রতিবাদে।
মানব বন্ধনে বক্তারা নিখিল তালুকদারের হত্যার ঘটনায়
কোটালীপাড়া থানার এএসআই শামিম হাসানের সর্বোচ্চ
শাস্তি ফাঁসির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি
সদস্য অরুন মল্লিক, রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি সবুজ বরণ তালুকদার (এ্যাপোল), রামশীল মহিলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য
সুনিতি তালুকদার, নিহত নিখিল তালুকদারে মেয়ে নিশিতা
তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, হত্যা কান্ডের পর ৭ জুন ২০২০ তারিখে নিহতের ছোট ভাই
মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন, যার মামলা নং- (১), এই মামলায় ঐ দিন রাতেই
এএসআই শামিম হাসান ও পুলিশের সোর্স রেজাউল করিমকে
গ্রেফতার করে থানা পুলিশ। পরের দিন ৮ই জুন তাদেরকে কোর্ট
হাজতে প্রেরণ করা হয়।