গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢেউ টিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কলাবাড়ী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে , পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী, স্বাস্থ্য বান্ধব ও জলবায়ু বান্ধব। বন্ধুচূলা ব্যবহারকারি ও দুঃস্থদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান , কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মাইকেল ওঝা, মোঃ ফজর আলী সহকারী জেলা ম্যানেজার বিবিএফ কোটালীপাড়া, মোঃ আলম মোল্লা বিবিএফ কোটালীপাড়া বন্ধু চুলা স্বাধীন কর্মী, বিধান বাড়ৈ বিবিএফ বন্ধু চুলা স্বাধীন কর্মি।