গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলছে লটারির মাধ্যমে আমন ধান সংগ্রহ।আজ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার কলাবাড়ী ইউনিয় পরিষদে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ও কলাবাড়ী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মাইকেল ওঝা উপস্থিত থেকে ২২০ জন কৃষকের লটারির তালিকা তৈরি করে লটারি বাক্সে নামের টিকিট রাখা হয় । ঐ নামের তালিকা থেকে যেকোন একটি করে টিকিট সংগ্রহ করে মোট ৮৪টি নাম সংগ্রহ করা হয়।
কলাবাড়ী ইউনিয়ন থেকে সরকারী ভাবে মোটা ৮৪মে:টন ধান সংগ্রহ করা হবে বলে জানান কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কোটালীপাড়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসার আতিকুর রহমান , উপ-সহকারী কৃষি অফিসার রমেন্দ্র নাথ হালদার, উপ-সহকারীউদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে ও কলাবাড়ী ইউপি সচিব সুনীল চন্দ্র বাড়ৈ।