ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা জি কে শামীমের প্রতিষ্ঠান প্রকল্পকাজ এগিয়ে নিতে ব্যর্থ হলে, চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
সোমবার (৭ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে এক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। র্যালিটি মৎস্য ভবন এলাকা হয়ে পূর্ত ভবনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিয়ে জি কে শামীমের ঠিকাদারি কাজ নিয়ে কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
তিনি বলেন, কোনো আসামি গ্রেফতার হলে তার জন্য দেশের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে না। নিয়ামনুযায়ী কাজ না আগালে তারা প্রথমে নোটিশ পাবে। তারপর চুক্তি বাতিল করা হবে এবং অন্য ঠিকাদার নিয়োগ করা হবে।