পুরান ঢাকার আরমানীটোলায় এক কেমিক্যাল ব্যাবসায়ীর গোডাউন থেকে
একাধিক চোরেরা মিলে মালামাল বাজারে বিক্রি করে এই চক্র।
এদের মধ্যে দুইজন অই দোকানের গোডাউনে পন্য ওঠা-নামার কাজ করত বলেও জানা গেছে।
এই দুইজন গোডাউনের তালার অবিকল চাবি তৈরি করে রাখে এবং তারা দোকানদারের অজান্তে গোডাউন থেকে পন্য বের করে প্যান্ট পরা লোকের কাছে বিক্রি করে দেয়।
আর প্যান্ট পরিহিত লোক বিভিন্ন জনের কাছে উহা স্বল্পমূল্যে বিক্রি করে দেয়।
অত:পর গতকাল রাতে কুমিল্লা, সাভার ও পাবনা থেকে তারা ধরা পড়ে।
১.মো: কোরবান আলী-
২.মো: ইব্রাহীম
৩.মো: শাহজালাল।
তাদের সবার বাড়ী পাবনা জেলার বেড়া উপজেলায়।
তাদেরকে আজ বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী এসোসিয়েশনের কার্যালয়ে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
এবং চুরিকৃত পন্যের বিপরীতে কিছু মালামাল ফেরত এবং বাকি পন্যের মূল্য ফিরিয়ে দিবে এই মর্মে জামিনদার রেখে তাদেরকে জামিনদারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।