বালাগঞ্জে উপজেলা কৃষকলীগের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর বিশেষ বরাদ্ধকৃত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার ৬টি ইউনিয়নে কৃষক লীগের নেতৃবৃন্দের মাধ্যমে শীতার্তদের জন্য এ কম্বল বিতরণ করা হয়। বালাগঞ্জ সদরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আলাল মিয়া। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, জিল্লুল হক, নীল মনি ধর, মিজানুর রহমান লেচু, নীল মনি বিশ্বাস, শান্ত লাল দাস, মো. আব্দুল মুমিন, তফুর মিয়া, আফজাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আমির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন আহমদ প্রমুখ। এদিকে কৃষক লীগের মাধ্যমে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের সুযোগ করে দেয়ার জন্য কৃষক লীগ বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. আলাল মিয়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।