দাউদকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বৃক্ষ রোপন শেষে একথা বলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
সোমবার (২৭ জুলাই,২০২০) সকালে দাউদকান্দিতে, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারথি দত্ত, অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষক লীগের সমন্বয়ক হিজবুল বাহার।
দাউদকান্দি উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নেছা ও সাধারণ সম্পাদক লায়লা হাসানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে জারিফ আলী শিশু পার্কে বৃক্ষ রোপন করেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।
বৃক্ষরোপন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, কৃষকলীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন,বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সংগঠনটি স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশের কৃষকদের অধিকার আন্দোলন এবং কৃষি খাত উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করতে কাজ করে যাচ্ছে। উপজেলা কৃষকলীগ দাউদকান্দি এর বিভিন্ন ক্রান্তিকালে নিজেদের সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থেকেছেন।
প্রধান বক্তা পার্থ সারথি বলেন, কৃষক লীগ একটি সংগঠন নয়। এটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান খাত কৃষি খাতের যোদ্ধা কৃষকদের অধিকার আদায়ের একটি সংগঠন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং. আহসান হাবীব চৌধুরী বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে" প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে কৃষকলীগ দেশের বিভিন্ন দুর্যোগে কাজ করে যাচ্ছে।