শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
“চলনা ঘুরে আসি অজানাকে জানতে” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর-অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনা ফেরদৌসি মুনা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকারের নেতৃত্বে উপজেলার নোয়াগাঁও বাসস্ট্যান্ড থেকে শিক্ষা সফরটি দুটি বাস যোগে রওয়ানা হয়ে সকাল ১১টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়ে পোঁছে। পরে শিক্ষার্থী ও শিক্ষকগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় গাইড এর সহযোগীতায় চা বাগান ও জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করে গাছ পালা এবং পশুপাখির নাম জেনে নেয়।
দুপুর ২টার সময় মধ্যান্নভোজ শেষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্টান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মফিজ উদ্দিন, আব্দুল্লাহ আল রোমান, মোছাঃ পারুল বেগম, নিলুফা আক্তার ও বিদ্যালয়ের কেয়ারটেকার মোঃ রফিকুল ইসলাম সহ শিক্ষার্থীবৃন্দ।