শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ থেকে এলাকাবাসীকে মুক্ত রাখতে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার ব্যবস্থাপনায় বাজারের ব্যবসায়ী, আগত মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য হাতধোয়ার ব্যবস্থা করা হয়।
শনিবার বিকাল ৫ টার দিকে
কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে হাতধোয়ার শুভ উদ্বোধন করেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ খান, মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা জহির বিন রুহুল, সিরাজুল ইসলাম সোহান, মওদুদ পারভেজ জয়, আবু সাঈদ, মোবারক হোসেন দুলাল, মো: বাক্কি মিয়া, মো: কামাল মিয়া, মো: জুয়েল রানা, আসাদুর রহমান বাবু সহ স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীগন।