শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই প্রথম কিশোরগঞ্জের কুলিয়ারচরে বে-সরকারী সেবামূলক প্রতিষ্ঠান কুলিয়ারচর জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) বাদ আছর উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে নব- প্রতিষ্ঠিত কুলিয়ারচর জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, পরিচালক হাজী আনিসুজ্জামান সোহেল, সৈয়দ রুমানুল হক সোহাগ, ফাতেমা তুজ-জোহরা রনি, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবীহা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, মোঃ গিয়াস উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, ঠিকাদার মোঃ বদিউল আলম নাঈম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, জামিয়া আরাবিয়া দারুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওঃ আব্দুল কাইয়ুম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে কুলিয়ারচর জেনারেল হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি ইমতিয়াজ বিন মুছা জিসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন হাসপাতালের স্টাফ নার্স তাপসী রাবেয়া।
হাসপাতালের চেয়ারম্যান মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল বলেন, শনিবার (২নভেম্বর) হাসপাতালে সারাদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।