শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
" আমরা নবীনেরে করি আহবান, ওরাই জাগাবে নতুন প্রাণ " এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু'দিন ব্যাপী (১৯-২০ জানুয়ারি) আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
রোববার (১৯ জানুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছিমা বেগম, মোঃ জামাল উদ্দিন, মুহাম্মদ মোস্তফা কামাল, আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস উন নূর, ভরাডুল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম রাশিদ, দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশিদ, লক্ষ্মীপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আব্দুল্লাহপুর জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির আহম্মেদ, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ নাঈমুজ্জামান নাঈম, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রোকেয়া আক্তার রীনা সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ছবিতে অতিথিবৃন্দ সুন্দর হাতের লিখা প্রতিযোগীতায় তৃতীয় স্থান অধিকারী সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের ছোট ছেলে লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল ফাহিম তাসীনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, নোওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম রাতিনুজ্জামান ও কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ মাহবুব আলম।