
শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর ইমাম ও উলামা পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসায় অনুষ্টিত কুলিয়ারচর ইমাম ও উলামা পরিষদের কার্যনির্বাহী পরিষদ ও সাধারন পরিষদের বৈঠক শেষে উপস্থিত শীর্ষ উলামায়ে কেরামগনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের কমিটি পূর্ন: গঠন করা হয়।
বৈঠকে কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেলকে সভাপতি,
মাওলানা আসাদ উল্লাহকে সাধারন সম্পাদক ও মাওলানা আব্দুর রহমানকে অর্থ সম্পাদক করা হয়।
আগামী ১ মাসের মধ্য উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করে উপজেলা পূর্ণঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।