" নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এ স্লোগান ও “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২০ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর এর উদ্যোগে মৎস্য পোনা ধ্বংসকারী নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কালীনদী ও কুনিয়ারবন হাওরে অভিযান পরিচালনা করে প্রায় ৪৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক উপজেলার দাস পাড়া গ্রামের সাজিদ দাসকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে জব্দকৃত ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) আহম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, থানার এস আই মো. এমদাদুল হক, জাইকা প্রতিনিধি রোজী পারভীন, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবু মো. শামসুদৌলা হারুন, মোবাইল কোর্টের ফেসকার মো. ইমরান হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাকিবুর রহমান (রফিক), ক্ষেত্র সহকারী মো. রহুল আমীন প্রমূখ। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এ সময় পুকুরের পানিতে ৫ হাজার পিচ শিং মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ হিসেবে ৫ জন চাষীর মধ্যে ৫ হাজার পিচ শিং মাছের পোনা বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তার দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে