শাহীন সুলতান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে কুলিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ অভিযান পরিচালনা করে ভূক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারায় ভেজাল ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন করার অপরাধে গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা ও কিছুক্ষণ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।
এ সময় সঙ্গে ছিলেন কুলিয়ারচর থানার এস আই তাজমুল করিম সহ পুলিশ ফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের ফেসকার মো: বিল্লাল হোসেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।