শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হযরত বাবা দাগো শাহ্ (রহ:) এর ৩ দিন ব্যাপী বাৎসরিক পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার তারাকান্দি গ্রমে হযরত বাবা দাগো শাহ্ (রহঃ) এর মাজার প্রাঙ্গণে স্বর্ণব এগ্রো প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সহিদ মিয়া’র সভাপতিত্বে ওরশ মোবারক শুরু হওয়ার প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দরুদে সা-মা, জিকির আসকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাজারের মোতোয়ালী মোঃ নজরুল ইসলাম, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম সহ ভক্তবৃন্দ ও তরিকত পন্থি আশেকগণ উপস্থিত ছিলেন।
মাজার পরিচানা কমিটির সভাপতি মোঃ সহিদ মিয়া বলেন, ওরসের দ্বিতীয় দিন শুক্রবার রাতে বাউল গানের আসরে গান পরিবেশন করবেন, ঢাকা শাহ আলী মাজারের বাউল শিল্পী মোঃ ইয়ামিন সরকার ও ঢাকার বাউল শিল্পী ফকির রিতা। তৃতীয় দিন রাতে লালন গানের আসরে গান পরিবেশন করবেন, ঢাকা সাভারের লালন শিল্পী মোঃ জুয়েল পরবাসী ও ঢাকার লালন শিল্পী লামিয়া সরকার।