কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজাসহ মো. নাজমুল (৩০), মো. রকিব মিয়া (১৯) ও মো. শফিকুল ইসলাম (২১) নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদের নির্দেশনায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার আগমূহুর্তে থানার এস আই মো. আতাউর রহমান পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই ৩ মাদক অব্যবসায়ীকে মাদক বিক্রয়ের সময় আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মো. নাজমুল (৩০) বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছাড়া (কালাচড়া) গ্রামের মো. হারুন ভূ্ইয়ার ছেলে ও মো. রকিব মিয়া (১৯) একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. ফিরুজ মিয়ার ছেলে এবং মো. শফিকুল ইসলাম (২১) ময়মনসিংহ জেলা সদরের চর ভবানীপুর গ্রামের করম খানের ছেলে। এ ঘটনায় থানার এস আই মো. আলী আকবর বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, আটককৃত ৩ মাদক ব্যবসায়ী দেশের বিভিন জেলা ও উপজেলায় মাদক বিক্রয় করে যুব সমাজকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাদের।