কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় এক আঁচার বিক্রেতার মৃত্যু
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় আবু বাক্কার ছিদ্দিক (৬৫) নামে এক আঁচার বিক্রেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার নোয়াগাঁও বাস্ট্যান্ড সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত আবু বাক্কার ছিদ্দিক উপজেলার ছয়সূতী ইউনিয়নের নলাবাইদ গ্রামের মৃত খরম হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু বাক্কার ছিদ্দিক আঁচার নিয়ে রাস্তা পারাপারের সময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কাজে নিয়োজিত একটি বালুর ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় প্রায় আধাঘন্টা সময় রাস্তায় যানচলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।