কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক সংগঠন "সালুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ" এর উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। “মানব সেবাই হোক আমাদের মূল লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারে সংগঠনের সভাপতি এসবিন আহামেদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মো. আলী আকবর খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসু উদ্দিন ইলিয়াস মাস্টার, সালুয়া ইউপি সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীর মুক্তিযোদ্ধা এএফএম আমন উল্লাহ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আমির চাঁন ডিলার, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সিদ্দিক মিয়া, সংগঠনের সহ যুগ্ম সচিব মো. সোহেল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক নয়ন রাজ, শিল্প বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন, সালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান সাদেক। এ সময় ২৫০জন গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ ১০ জন এতিমদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।