করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ অমান্য করায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের সহায়তায় ১৬ জনকে ১০ হাজার ২’শ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) কুলিয়ারচর পৌর এলাকা সহ বিভিন্ন বাজারে ও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স পৃথক পৃথক ভাবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় ৩ জন, সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় ৮ জন ও সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ১০৪ ধারায় ৫ জনকে মোট ১০ হাজার ২’শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।