স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ কয়েল) এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা বিতরণসহ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মো. ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শতাধিক হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫’শত টাকা করে বিতরণ করেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের এড. মো. ইকবাল হোসেন ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মামুদ খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবেদার মো. দেওয়ান আলী (অব.), আওয়ামী লীগ নেতা মো. মাসুদুর রহমান মুছা, মো. রেফায়েত উল্লাহ ও তোফাজ্জল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের এড. মো. ইকবাল হোসেন ভূঞা ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মামুদ খোকা। এড. মো. ইকবাল হোসেন ভূঞা ও মুক্তি মামুদ খোকা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জরিত খুনিরা যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। এ সময় সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্দেশ্যে মুক্তি মামুদ খোকা বলেন, বর্তমানে দেশে হাইব্রিড আর স্বাধীনতা বিরোধীদের উৎপাত বেড়ে গেছে। তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আহবান জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী’র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনার পাশাপাশি সারা বিশ্বে চলামান করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্বকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণের মধ্যদিয়ে শোক দিবসের সূচনা করেন।