শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
এই প্রথম কিশোরগঞ্জের কুলিয়ারচরে দু'গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা যুবলীগের আহবায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে। পরে দলীয় কার্যালয়ে গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি শাহ নবী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ কামাল উদ্দিন, মোঃ সেলিম ক্বারী, সদস্য মোঃ আরমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক ওমর ফারুক অমৃত, যুগ্ন আহব্বায়ক মোঃ নাজিম উদ্দিন, রামদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৯১ সালে কুলিয়ারচর উপজেলা যুবলীগের পূ্র্ণাঙ্গ কমিটি করার পর অধ্যবদি আর কোন পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দিন দিন যুবলীগের কর্মকান্ডের গতি কমে যাচ্ছে। অচিরেই কুলিয়ারচর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য জেলা কমিটির প্রতি অনুরোধ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল সাকী জাবেদ, ভৈরব গজারীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন খান, সহ সভাপতি শেফায়েত উল্লাহ, আওয়ামী লীগ নেতা মোঃ আংগুর মিয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কায়কোবাদ। আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে দুপুরে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ এমরানুর রহমান এমরানের নেতৃত্বে উপজেলা যুবলীগের একাংশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। পরে দলীয় কার্যালয়ে এমরানুর রহমান এমরানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুল্লাহ কামাল ও কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোঃ মুছা মিয়া প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শাহবাজ আহমেদ রুবেল, আতিকুল্লাহ টুটুল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। পরে কেক কাটে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।