মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ হচ্ছে অন্যতম। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভৈরব – কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের নির্দেশে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসানের অনুপ্রেরণায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যপী কুলিয়ারচর পৌর এলাকার পৈলনপুর ঈদগাহ্ মাঠ, পৈলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পৈলনপুর জামে মসজিদ প্রাঙ্গণ, বড়খারচর ঈদগাহ মাঠ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন জায়গায় উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালের সার্বিক সহযোগীতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন করেন, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালসহ ছাত্রলীগ নেতা মো. মোবারক হোসেন রানা, সুশান্ত ভৌমিক, হাবিবুল্লাহ পাপ্পু, লাদেন, নভেল ও শুভ সহ কুলিয়ারচর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ । এর আগেও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে।