শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র অলি উল্লাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মাদ শাহ আলম, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ, এনজিও চেতনা মানব উন্নায়ন সংস্থার পরিচালক মোঃ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মুহাম্মদ কাইয়ুম হাসান, আনোয়ারুল হক আমান, ফারজানা আক্তার সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতোনা। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশে বঙ্গবন্ধুকে স্মরণ রাখার জন্য বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে মুক্ত আলোচনা সভায় বিভিন্ন প্রস্তাব রাখেন বক্তারা।
প্রস্তাবগুলো হলো- প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে একটি করে বঙ্গবন্ধু মুড়াল ও ইউনিয়ন পর্যায়ে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্থাপন করা, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সাংস্কৃৃতিক অনুষ্ঠান করার জন্য একটি মুজিব মঞ্চ তৈরি করা, উপজেলার সর্ব সাধারণের নজরে আসবে এমন স্থান শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে একটি বঙ্গবন্ধুর মুড়াল স্থাপন সহ একটি পাঠাগার স্থাপন করা, উপজেলা পর্যায়ে একটি আনন্দ র্যালি ও একটি পতাকা মিছিল করা, বঙ্গবন্ধুকে নিয়ে লিখা বিভিন্ন বই তরুন সমাজের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপি একটি বই মেলার আয়োজন করা, উপজেলা পর্যয়ের বীর মুক্তিযোদ্ধাদের জীবনী ও রাজাকারদের সম্পর্কে জানার জন্য একটি বই আকারে ম্যাগাজিন বের করা ও দেশীয় খেলা-ধুলার আয়োজন করা।
পরে মুজিব বর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।