কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃদ্ধ পিতা ও দুই পুত্রের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষাকরে উপজেলার বড়চারা-বীরকাশিমনগর রাস্তায় আশরাফিয়া দারুল কোরআন আব্দুল্লাপুর মাদরাসার সামনে দাড়িয়ে এলাকাবাসী একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে । মানববন্ধনে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুুর গ্রামের বাসিন্দা এমরান এনায়েত (এনায়েত উল্লাহ) (৪০) ও তার পিতা মুসলিম মিয়া (৭০) বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে কিশোরগঞ্জের ২নং আমলগ্রহণ কারী আদালতে ১টি মামলার দায়ের করেন। মামলা নং-১২৫(১)২০। তারা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে মামলাটি প্রত্যাহারের দাবী জানান এবং তারা আরো বলেন, মামলায় বাদী নূরুল ইসলাম তার মেয়ে ইয়াছমিনকে শ্লীলতাহানির অভিযোগ করেছে। যাহা আদৌ সত্য নয়। প্রকৃত পক্ষে ইয়াছমিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে এলাকার যুবসমাজকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন। এতে প্রতিবাদ করায় নূরুল ইসলাম বৃদ্ধ পিতা সহ দুই পুত্রের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোহেল, আব্দুর রহিম, কাইয়ূম খান, মহসিন, আবু হানিফ মিয়া, শাহীন, মো. জাফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিক্ষোভ মিছিল শেষে ওই বৃদ্ধ মুছলিম মিয়ার বাড়ীতে একটি সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।