কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর গ্রামে মাটি বহনকারী ট্রাকের ইঞ্জিন উল্টে চালকের মৃত্যু হয়েছে । শুক্রবার ২৫ ডিসেম্বর সকাল ৯ টা দিকে উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী নামারবন্দ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । নিহত ট্রাক চালকের নাম মোঃ খোকন মিয়া (৩৫)। সে উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বন্দের হাটি’র মোঃ কাঞ্চন মিয়ার বড় ছেলে । জানা যায়, নিহত খোকন প্রতিদিনের ন্যায় বালুর ট্রাক চালিয়ে মাটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার নরম জায়গায় ট্রাকের চাকা আটকে যায়। ফলে ট্রাকের চালক তাৎক্ষনিক ভাবে ট্রাকটির ইঞ্জিনের পুরো শক্তি ব্যয় করে ট্রাকের চাকা উঠানোর জন্য চেষ্টা করে। এই অবস্হায় ট্রাকের ইঞ্জনের অংশ সোজা হয়ে দাঁড়িয়ে গেলে ট্রাকের বডি ও ইঞ্জিনের মধ্যে চাপা পড়ে ওই ট্রাকের চালক। এতে চালক গুরুতর অাহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ এ প্রতিনিধিকে বলেন , এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।