শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির জীবনে এক অবিস্মরণীয় অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে বাঙ্গালী জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে আনে স্বাধীনতার রক্তিম সূর্য। গৌরবোজ্জ্বল বিজয় অর্জনের চিরস্মরণীয় এই দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্বরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সূচনা করা হয়। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল পনে ৯টার দিকে ক্রমান্বয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা সরকারী কর্মজীবী কল্যাণ পরিষদ, সামাজিক সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল, হেলথ্ কেয়ার ডায়াগনষ্টি সেন্টারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর খান, এ.এফ.এম আমান উল্লাহ সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা- কর্মচারী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুষ্পস্থবক অর্পণে অংশ গ্রহণ করে। সকাল ৯ টার দিকে থানা মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসে নাজির মোঃ রাফিউল হক। সকাল সাড়ে ১০ টার দিকে ছাত্র-ছাত্রীদের দৌড় ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ যোহর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বেলা ২ টার দিকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সিনেমা হল সমূহে বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, বেলা আড়াইটার দিকে থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য একাদশ, মাধ্যমিক শিক্ষক সমিতি একাদশ বনাম প্রাথমিক শিক্ষক সমিতি একাদশ।