শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :এক মিনিট নিরবতা পালনের মাধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র অলি উল্লাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মাদ শাহ আলম, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আবিরাজ, এনজিও চেতনা মানব উন্নায়ন সংস্থার পরিচালক মোঃ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মুহাম্মদ কাইয়ুম হাসান, আনোয়ারুল হক আমান, ফারজানা আক্তার সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।