শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেড়া ও কাটা দিয়ে রাস্তার বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তারাকান্দি গ্রামের ফাইজুল ইসলাম (৩৮), সালাহ উদ্দিন (৬৫), দুলাল (২৯), শহিদ (৩৮), সীমা (৫০), মমতা (২৮) সপ্না (৪০) ও অনুফা (২৫) সহ গ্রামবাসী অভিযোগ করে বলেন, গত ৬মার্চ শুক্রবার একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে বাবুল (৩২) ওই গ্রামের শহিদ মেম্বরের বাড়ী থেকে তারাকান্দি বন্দে হয়ে বন্দেরবাড়ী পর্যন্ত ব্রিটিশ আমলের তৈরী গ্রাম্য রাস্তাটির প্রথম অংশের বেশ কিছু জায়গা কেটে ফেলে দিয়ে বেড়া ও কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে জন সাধারণের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে করে এলাকার শত শত মানুষের যাতায়াতের বিঘœ ঘটছে।
এ ব্যাপারে স্থানীয় রামদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লায়েছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখ জনক। ব্রিটিশ আমল থেকেই এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে আসছে। কেন, কি কারণে বাবুল রাস্তাটি কেটে ফেলে দিয়ে বেড়া ও কাটা দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে তা খতিয়ে দেখার প্রয়োজন।
এ ব্যাপারে অভিযুক্তের চাচাত ভাই মিলন মিয়া (৪৫) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাবুল কাজটি সঠিক করেনি। তবে বাবুলের নিকট থেকে জেনে এ প্রতিবন্ধকতা খুলে দেওয়ার ব্যবস্থা করবো।
এ ব্যাপারে অভিযুক্ত বাবুলে সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
একাবাসী রাস্তাটি নির্মাণসহ প্রতিবন্ধকতা খুলে দেওয়ার সু-ব্যাবস্থা করিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।