শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতী’র ২৫ বছর পুর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত রজত জয়ন্তী উৎসবে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারাণ সম্পাদক মোহাম্মাদ জসীম উদ্দিন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম ও ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী খেলোয়ার আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম ও অভিষেক দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতী’র প্রতিষ্ঠাতা মো মশিউর রহমান আক্কাছ, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সদস্য এবং সাবেক সভাপতি এবিএম বদরুল আলম মুর্শেদ (রাজীব), বাংলাদেশ আওয়ামী লীগ এর কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উত্তরা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ আলমগীর গাজী, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বক্কর, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর খান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুলিয়ারচর জোনাল অফিসের পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতী’র সাবেক সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক খালিফাত উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চনালয়ে ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পী মুজিব পরদেশী ও তার দল, শিল্পী শান্তা এবং ক্লোজআপ ওয়ান তারকা সাগর গান পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মন কেরে নেয়।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দ সংগঠনের উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিন “আলোকবর্ষ” কভার উন্মোচন করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে সকালে বর্ণাঢ্য রেলী, কেক কাঁটা, স্মৃতিচারণমূলক আলোচনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।