কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বড় ছয়সূতী গ্রামে নজরুল (৩৫) নামে এক বিভাটেক চালকে মারধোর করে বিভাটেক ছিনতাই করে নেওয়ার সময় জনতা ৪ ছিনতাইকারীকে আটক করে রাত সাড়ে ১০টার দিকে পুলিশে সোপর্দ করে। জানা যায়, ৪ ছিনতাইকারী যাত্রী বেশে উপজেলার ফরিদপুর আনন্দ বাজার হইতে বিভাটেক চালক নজরুল (৩৫) কে ছয়সূতী প্রতাপনাথ বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ভাড়া করে। পরে চালক নজরুল প্রতাপনাথ বাজারে দিকে রওনা হয়ে মাটিকাটা শান্তিনগর নামক স্থানে এসে পৌঁছলে নজরুলকে মুখে স্কষ্টেপ লাগিয়ে বিভাটেক থেকে টেনে হেছরে নামিয়ে দেয় তারা। এ সময় ছিনতাইকারীদের হাতে থাকা অস্ত্র দিয়ে চালক নজরুলকে ভয় ভীতি দেখিয়ে বিভাটেক নিয়ে আরবআলী চকবাজারের কাছে চলে আসে ছিনতাইকারীরা। এ সময় চালক নজরুল বুদ্ধি করে আরবআলী চক বাজারের পরিচিত লোকজনকে ফোন করে বিষয়টি জানালে স্থানীয় জনতা বিভাটেক সহ ৪ ছিনতাইকারীরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে রাত সাডে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ৪ ছিনতাইকারী সহ বিভাটেক গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীর মধ্যে ২ জনের বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে, ১ জনের বাড়ি একই উপজেলার নোয়াগাঁও ও অপর জনের বাড়ি ছয়সূতী বলে, প্রাথমিক ভাবে জানা যায়।