কিশোরগঞ্জের কুলিয়ারচরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী'র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, এডভোকেট মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ কাইয়ূম হাসান, মো. নাঈমুজ্জামান নাঈম, নারী সাংবাদিক মোছা. শুভ্রা ও মৌসুমী আক্তার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় প্রশিক্ষণ প্রাপ্ত ৬জন দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।