শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ঠিকাদার বদিউল আলম নাঈম ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন।
তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়ন পর্যায়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার দুপুরে কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় অফিস রুমে তাকে সংবর্ধণা দেওয়া হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতি বদিউল আলম নাঈমের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধিত করেন, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন ও শিউলী আক্তার।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে বদিউল আলম নাঈম বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের।