মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পেলেন ২০ আসহায় ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই ঘর ও ভূমি প্রদান কাজ উদ্ভোদন করেন। এই পর্যায়ে কুলিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হন উপজেলা প্রশাসন। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনকে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। পরে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী'র সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর উপজেলার ভূমি ও গৃহহীন ২০ পরিবারের থেকে প্রাথমিক ভাবে ১০ পরিবারের মধ্যে ঘর বুঝিয়ে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা কানম মুক্তা, কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক কাজী মাহফুজুর রহমান সিদ্দিকী, কুলিয়ারচর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করার যে কর্মসূচী বাস্তবায়ন করছেন তার অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর এই ঘর প্রদান করা হয়।