“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধষর্ণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে একযোগে উপজেলার ৯ টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাননীয় পুলিশ সুপার জনাব মাশরুকুর রহমান খালেদ, বি পি এম(বার), মহোদয় কিশোরগঞ্জ এর নির্দেশনায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ সফল করতঃ অত্র কুলিয়ারচর থানার ইনচার্জ জনাব এ কে এম সুলতান মাহমুদ বিট -০৭ ছয়সূতী এলাকার নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ করেন। উক্ত সমাবেশের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার এস আই আবুল কালাম আজাদ। এ সময় বিট সমাবেশে ইউ পি সদস্য বৃন্দ, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং অনেক নারীরা ও উপস্থিত ছিলেন।