শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মানুষকে সুরক্ষিত রাখতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নিবার্হী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী দোকানপাট বন্ধে গণ-বিজ্ঞপ্তি জারী করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ২৫ মার্চ বুধবার থেকে ঔষধ এবং মুদির দোকান ব্যতীত সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হইবে। তবে খাবারের হোটেলগুলো খোলা রাখতে চাইলেও হোটেলগুলোতে বসে খাবার খাওয়া যাবে না, পার্সেলে খাবার নেওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ে জমায়েত হওয়া বাজারে কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকান বেচা-কেনা শুরু হওয়া থেকে শুধু মাত্র ২ ঘন্টার জন্য খোলা রাখতে পারবে এবং বন্ধ করার পর ব্লিচিং পাউটার দিয়ে পরিস্কার করতে হইবে।
উক্ত নির্দেশনাবলী অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।