কুলিয়ারচরে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯মার্চ) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগিতায় দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা -২০২০ অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানের মডারেটর এবং বিতর্ক সংগঠক রকিবুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন ও একাডেমিক সুপার মুশফিকুর রহমান।

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বি.ডি চ্যানেল ফোর এর সংবাদ পাঠক তৌকির ইসলাম (তন্ময়), কুলিয়ারচর ডিগ্রি কলেজের প্রভাষক মো: রফিকুল বাহার ও মো: মাসুদ রানা।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী অংশ গ্রহন করে।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.