শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৪৫) ও সবুজ মিয়া (৪০) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে এসআই আজহারুল হক ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড থেকে সাইদুর রহমানকে আটক করে। সাইদুর রহমান উপজেলার খালখাড়া কোনাপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। এছাড়া ওই দিন রাতে ছয়সূতী থেকে সবুজ মিয়াকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সবুজ মিয়া উপজেলার ছোট ছয়সূতী চারাকান্দা গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কুলিয়ারচর থানায় পৃথক পৃথক ২টি মামলা রুজু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।