কুলিয়ারচরে দি প্রিমিয়ার ব্যাংক লি. এর উদ্যোগে কম্বল বিতরণ

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দুস্থ গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুলিয়ারচর থানা সংলগ্ন কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুলিয়ারচর শাখার উদ্যোগে ৩ শত দুস্থ গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর কুলিয়ারচর শাখার জে.এ.ভি.পি এবং ম্যানেজার সুপ্রিয় কুমার দাস ও প্রধান অতিথি কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের ম্যানেজার হাজী মোঃ জালাল উদ্দিন, ব্যাংকের অফিসার মঞ্জুরুল হুদা, ইমরান হোসেন, সুলতানা রহমান, মুরাদ মিয়া, রায়হানা আক্তার ও স্টাফ প্রসেন দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.