শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই রিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে রাকিবুর রহমান রফিক ও দোসর রহমান নামে দুই ভাই হামলার শিকার হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে এই হামলার শিকার হয় তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদের পুত্র মৎস অধিদপ্তর নাটোর জেলার শিংড়া উপজেলা স্বেচ্ছা সহকারী রাকিবুর রহমান রফিক (২৫) তার ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র দোসর রহমান (২১) কে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের পাশে দুই রিকশা চালকের ঝগড়া থামাতে গেলে রফিক ও দোসর এর সাথে রিকশা চালক পাশ্ববর্তী পূর্ব গাইলকাটা গ্রামের আমির চানের পুত্র জুয়েল (৩৫) ও একই গ্রামের দানেশ মিয়ার পুত্র নজরুল (৩০) তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে জুয়েল ও নজরুল সহ ৩/৪ জন যুবক মিলে লোহার রড ও ইট দিয়ে দুই ভাইকে এলোপারি ভাবে আঘাত করে। এ সময় স্থানীয়রা রক্তাক্ত আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপালের কর্তব্যরত চিকিৎসক রফিককে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।