শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার উদ্যোগে ২৮ তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩১ জানুয়ারি) বাদ জুম’য়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা মোঃ শরীফুল আলমের পিতা আলম গ্রুপের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ সিদ্দিক মিয়ার প্রতিষ্ঠিত জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক ও জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইসলামী মহাসম্মেলনে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করেন, হবিগঞ্জ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা নুরুল ইসলাম ওলীপুরি, নরসিংদী থেকে আগত মুফতি আতিকুল্লাহ।
এ রিপোট লিখা পর্যন্ত ওয়াজ মাহফিল চলছিল এরং মাহফিলে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে অারো বক্তব্য রাখার কথা রয়েছে বি- বাড়িয়া থেকে অাগত যুবায়ের আহমদ আনসারী, ঢাকা থেকে আগত আবু তাহের জেহাদী, মাহফুজুল হক, খালেদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে নাথ ও হামদ পরিবেশন করেন জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার শিক্ষার্থীরা।
আলম গ্রুপের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মাহ্ফিল পরিচালনা করেন জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসার মুহ্তামিম মুফতি উবায়দুল্লাহ আনওয়ার।