কুলিয়ারচরে জাকজমকপূর্ণ আয়োজনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহ্যবাহী ল²ীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে জাকজমকপূর্ণ আয়োজনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১ হাজার ২৬৪ জন ভোটরের মধ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে ২জন ছাত্র ও ৪জন ছাত্রী, ৭ম শ্রেণি থেকে ২জন ছাত্র ও ৩জন ছাত্রী, ৮ম শ্রেণি থেকে ২জন ছাত্র ও ২জন ছাত্রী, ৯ম শ্রেণি থেকে ১জন ছাত্র ও ২জন ছাত্রী এবং ১০ম শ্রেণি থেকে ১জন ছাত্র ও ৪জন ছাত্রী প্রতিদ্বন্দীতা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ১০ম শ্রেণির ছাত্রী ফারহানা আক্তার সর্ণা। সহকারী নির্বাচন কমিশনার হিসেনে দায়িত্ব পালন করে ৯ম শ্রেণির ছাত্রী মারজানা আক্তার ও ৮ম শ্রেণির ছাত্র রিফাতুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন খোকন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতস্পূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ও শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগকরে এতে করে আগামী দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে তারা অংশগ্রহণ করার শিক্ষা অর্জন করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *